Header Ads

আজ সকালে দক্ষিণ কোরিয়ার খাংনুং সিটিতে পৌঁছেছে উত্তর কোরিয়ার ডেলিগেশন টিম


আজ সকালে দক্ষিণ কোরিয়ার খাংনুং সিটিতে পৌঁছেছে উত্তর কোরিয়ার ডেলিগেশন টিম। আগামী মাসে অনুষ্ঠিতব্য পিয়ংছাং শীতকালীন অলিম্পিকের ভেন্যু পরিদর্শন করবে এই টিম। সাত সদস্যের এই টিমের নেতৃত্ব দিচ্ছেন উত্তর কোরিয়ার বাদক দল ‘সামজিয়ন অর্চেস্টা’র প্রধান হিয়ন সং উল। যাকে উত্তর কোরিয়ার অন্যতম প্রভাবশালী নারী বলে ধারণা করা হয়।
ডেলিগেশন টিম আজ খাংনুং আর্ট সেন্টার পরিদর্শন করবেন এবং আগামীকাল অন্য একটি ভেন্যু পরিদর্শনের কথা রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই এই দলটি দক্ষিণ কোরিয়া সফরে এসেছে।



খাংনুং সিটির উদ্দেশ্যে সকালে রওয়ানা দেয় উত্তর কোরিয়ার ডেলিগেশন টিম

পিয়ংছাং শীতকালীন অলিম্পিকের জন্য আগামী মাসে ২৩০ জন চিয়ারলিডার, ১৪০ জন অর্কেস্ট্রা বাদক এবং ৩০জন তায়েকোয়ান্দ অ্যাথলেট দক্ষিণ কোরিয়ায় আসার কথা রয়েছে।
শীতকালীন অলিম্পিকের সময় গত দুই বছরেরও বেশি সময় পর এই প্রথম দুই দেশের সীমান্ত খুলে দেয়া হবে।



No comments