দক্ষিণ কোরিয়ায় বরফ ফুঁড়ে মাছ শিকারের ব্যতিক্রমী উৎসব
দক্ষিণ কোরিয়ায় বরফ ফুঁড়ে মাছ শিকারের ব্যতিক্রমী উৎসব

ফ্রোজেনের জলাশয়ে বরফ ভেদ করে লাখো মানুষ ব্যস্ত মাছ শিকারে। কেউ মাছ ধরছেন বড়শি দিয়ে কেউবা ভিন্ন উপায়ে। মাছ শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বসিত পর্যটকরা।
সেখানে ঘুরতে যাওয়া এক পর্যটক জনিয়েছেন “আমি এক ঘণ্টায় ৫টি মাছ শিকার করেছি। মাছগুলো কাঁচা অথবা পুড়িয়ে খাওয়া যেতে পারে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। মাছ ধরার পাশাপাশি আমরা এখানে বরফের ভাস্কর্যও তৈরি করব
আমি পরিবারসহ এসেছি সানচেওনেও উৎসবে যোগ দিতে। খালি হাতেই মাছ ধরার চেষ্টা করছি। সত্যি এখানে খুবই মজা হচ্ছে”।
দ্বিতীয় দিনের মতো মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের পানিতে সাতার কেটেছে ৬শ অপেশাদার সাঁতারু। চীনের শীতলতম স্থান হারবিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মধ্য বয়সী সাঁতারুরা।
আমি সাঁতার কাটতে পছন্দ করি। যদিও বরফে সাঁতার কাটা চ্যালেঞ্জিং। এই সাঁতারে আমার শরীরের সমস্যাগুলো কেটে যাচ্ছে।
এদিকে, বেলজিয়াম সমুদ্রের উত্তরাঞ্চলে ঝড়ো আবহাওয়ায় ঝাঁপ দিয়েছে হাজারো সাহসী মানুষ। নতুন বছর উপলক্ষে অসটেন্ডে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় প্রায় ৪ হাজার প্রতিযোগী। এছাড়াও রঙ বেরঙের পোশাক পরে সমুদ্রের তীরে নববর্ষের আনন্দ উদযাপন করেন অনেক দর্শনার্থী।
Post a Comment